মনে হয়, বিদায়ের করুণ সানাই
বাজে, আকাশে-বাতাসে; দূর পাহাড়ের
সবুজ বৃক্ষের তলে, সাগরের জলে।
দীর্ঘশ্বাস ঝরে আজ, সুন্দর পৃথিবী
ছেড়ে চলে যেতে হবে অজানা গন্তব্যে।
সবুজ পাতার এই শ্যামল বনানী,
সদাচঞ্চল তটিনী, মৌণ পাহাড়কে
বিদায় জানাতে হবে সচেতনভাবে।


বিদায় বিচ্ছেদ নয়। বহমান নদী
মিশে যায় সিন্ধু-জলে, বিস্তৃত অঙ্গনে;
ক্ষীণ-ছিন্ন জীবনের সকল ব্যর্থতা
ঢেকে। জলোচ্ছ্বাসে ভেসে যাক আজ
জীবনের জয়গান, ফসলের মাঠ।
শুধু, পাশে থেকো তুমি, হে আমার প্রভু!


২৮/০৮/২০২১
মিরপুর, ঢাকা।