পাগলেরা কি না চায়! ছাগলেরা কি না খায়!
মানুষের মতিগতি বুঝে নেয়া বড়ো দায়।
অমানুষে ঘুষ খায়। গরীবেরা মার খায়।
মদখোর মাল খেয়ে রাস্তায় টাল খায়।
মহাজনে সুদ খায়। মোসাহেবে বকা খায়।
যুদ্ধের ময়দানে সৈন্যরা গুলি খায়।
গরু-ভেড়া ঘাস খায়। বোকা যারা বাঁশ খায়।
শহরের মানুষেরা নদীজলে খাবি খায়।
উঁইপোকা কাঠ খায়। ভূমিখোর মাঠ খায়।
পড়ালেখা ফাঁকি দেওয়া শিশু কানমলা খায়।
বিড়ালেরা দুধ খায়। কবুতরে খুঁদ খায়।
সন্ত্রাসী-চাঁদাবাজ গরীবের মুত খায়।
খাওয়া-খায়ি বেশি হলে আইনের বাড়ে দায়-
ভরে দেয় লালঘরে, যারা বেশি বেশি খায়।


আমি খাই শাক-ভাত; তুমি খাও বিরিয়ানী।
মরে গেলে তুমি-আমি ব্যবধান কতোখানি?
সাড়ে তিন হাত জমি, বেশি নেই একটুও,
কাড়াকাড়ি, হানাহানি করে কি'বা লাভ প্রিয়?
মানুষের ভালোবাসা পৃথিবীতে যদি পাও,
আখেরাতে আল্লার দয়া পাবে জেনে নাও।
আল্লার আইনের বিপরীতে যাও যদি,
দোজখের হুতাসনে পোড়বে যে নিরবধি।
এই কথা মনে রেখো, ভালোবাসা বড়ো ধন!
কাজে কথা ঠিক রেখে এসো করি অর্জন।


২১/০৮/২০২১
মিরপুর, ঢাকা।