জগতের যতো বড় বড় কর্ম আছে,
ক্ষুদ্রজ্ঞানী ক্ষুদ্রজনে শুরু করে। 'পাছে
লোকে কিছু বলে', সেটা ভাবে নাতো। তাঁরা
সরোবর সৃষ্টি করে বিশাল সাহারা।
অতি ক্ষুদ্র এ জীবন, শিশিরের মত
রৌদ্রতাপে মুছে যায়। পত্রে রাখা ক্ষত!
শত কথা বলে যায়, ‘আমিও ছিলাম
পৃথিবীতে, কর্ম করে বিদায় নিলাম।


মানুষের কর্ম হোক মানুষ মঙ্গলে
সদা শুভ চিন্তা নিয়ে। গহীন জঙ্গলে
সৃষ্টি হলে সুরভীত প্রাণের স্পন্দন;
জন্ম লভে ধরা বুকে স্বর্গীয় নন্দন।
ক্ষুদ্র অক্ষরের সৃষ্টি জ্ঞানের কিতাব,
তা' থেকে সকলে শিখে সত্যের সংলাপ।


৩০/০৮/২০২১
মিরপুর, ঢাকা।