মুর্শিদ হলো প্রাণের সাকী
বারেবারে তাঁরে ডাকি
দেখলে তাঁরে জুড়ায় আঁখি
        বিশ্বপিতার অবতার।
মক্কাতে সে জন্ম নিয়ে
প্রেমের আলো দেয় জ্বালিয়ে
ডাকি তাঁরে, 'প্রিয়ে, প্রিয়ে'
        দেখি না তাঁর রূপ-বাহার।


আল্লাহু, আল্লাহু বলে
দেহতরী যাচ্ছে চলে
পাহাড় চূড়ায়, সাগর জলে
        ছুটছে রে সে চমৎকার!
সাঙ্গ হলে সকল খেলা
ভেঙে যাবে রঙ্গমেলা
ডুববে তখন জীবন ভেলা
        রাব্বি রবে অবিকার।


চাই না বিচার হাশর কালে
রেখো তোমার চরণ তলে
আরশ ছায়ায়, দয়ার জলে
        হে রাহিমু,  রহমান।
তোমার দয়ার আশা করে
বসে আছি এ সংসারে
ডাকি না যে ব্যাকুল স্বরে
        আমি বড়ো নাফরমান।


মালিক তুমি, খালিক তুমি
আওয়ালে-আখেরে তুমি
সৃষ্টি তোমার বিশ্বভূমি
        এইতো জানি সারাৎসার।
আল-আহাদু, সাত্তারু হে
ডাকি তোমায় খুব বিনয়ে
মাফ করে দাও দয়া করে
        খুলে তোমার দয়ার দ্বার।


০৮/০৮/২০২১
মিরপুর, ঢাকা।