কোন পথে যে মুক্তি আছে কেউ জানে না তা',
পথের পথিক পথের মাঝেই ঘোরেন সর্বদা।
সঠিক পথের সন্ধানে তাই রাত্রি-দিবস কাল,
ঘুরছে পথিক খ্যাপার মতো নেই যে কোন তাল।
তিন কুড়ি আর তেরো পথের কোনটা সঠিক পথ?
খুঁজতে গিয়ে দেখে যে সে হাজার রকম মত।
তাইতো, পথেই বসে থাকেন নিশানাহীন হয়ে,
সঠিক পথের খোঁজ পেতে সে ভাবছে রয়ে-সয়ে।
শূন্য হৃদয় পূর্ণ করার বাসনা তাঁর মনে,
পথের দিশা না-ই যদি পায়, যাবে কাহার সনে?
কুজ্ঝটিকার দেয়াল দেখে সমস্ত পথ জুড়ে,
একলা একা কিভাবে যায় সত্যালোকের পুরে?
পথ হারা তাই খুঁজছে সদাই মুক্তির রাহাখানি,
সত্য পথের সন্ধানে সে রয় বুজে চোখখানি।


৩১/০৮/২০২১
মিরপুর, ঢাকা।