ইতোপূর্বে, যে সব কথা শোনেনি মানুষেরা,
যে সব ভাবনা, ভাবেনি জীবনে তাঁরা;
সেই ভাবনার কথা তুলে আনে নবরূপে,
নতুন তেজের সুরে, দৃপ্ত শব্দে শব্দে;
আশাহত মানুষের বুকে সৃষ্টি করে নতুন আবেগ।
জরাজীর্ণ সামাজিক কাঠামোকে ভেঙে দিয়ে,
কালে কালে আসে তাঁরা নূতন প্রত্যয়ে;
মানুষের পৃথিবীতে;
মানবিক প্রাণে, সফল-সতেজ মণিষীর মতো।
ভুবনে যাদের নাম রয়ে যায় অনন্ত বিস্ময়ে  
মানুষের বুকে, কাজে-কর্মে, প্রেমে ও বিশ্বাসে,
চিন্তায় এবং চেতনায়; মহাপ্রাণ কবি তাঁরা।


কবিদের জন্ম আছে পৃথিবীর বুকে,
মৃত্যু নেই কখনো তাঁদের;
তাঁরা যেন, সত্য ও সুন্দরের মুগ্ধ অবতার।
কবিদের দুঃখ আছে,
দুঃখের আশ্রয় নেই মননে, বিশ্বাসে;
স্বপ্নকাতর, পরাস্ত মানুষের ব্যাকুল চিত্তের ন্যায়।
কবিদের অনন্ত আনন্দ আছে,
আনন্দ প্রকাশে প্রবল উচ্ছ্বাস নেই;
প্রেমাস্পদে আসক্ত দুর্বল, মূঢ় মানুষের মতো।
কবিরা সূর্যের ন্যায় চিরকাল দৃপ্ত দীপ্যমান!
নিজে পুড়ে আলো দেয় সারা বিশ্বময়।


০৭/০৮/২০২১
মিরপুর, ঢাকা।