যাদের সম্মান নেই, নেই কোন হুঁশ;
আচরণে পশু তারা, আকারে মানুষ।,
নিরীহের ক্ষতি করে লোভের কারণে,
লাজ নেই, ভয় নেই তাহাদের মনে।
পাপাচারে মজে গিয়ে হীনকাজ করে,
বাটপারি, জুয়াচুরি নিজ-স্বার্থ তরে।
ঘুষ খায় হুঁশ ছেড়ে, অমানুষ যারা;
প্রকৃতির কোপানলে সাজা পাবে তারা।


জগতের বদলোক জ্বলে-পুড়ে যাক,
মানুষের ভালো চায়, তারা বেঁচে থাক।
শিক্ষিত-জোচ্চোর যতো, বড়ো অফিসার!
জনতার আদালতে হবে যে বিচার।
শুনে রাখো দুরাচার! জনতার রায়-
'অপদস্ত হবি তুই এই দুনিয়ায়'।


১৯/০৮/২০২১
মিরপুর, ঢাকা।