ওরে কবি, চিত্ত তোর হয়েছে ব্যাকুল!
বেদনার ফল্গুধারা নিত্য বয়ে যায়।
আনন্দ-তরঙ্গে আজি ভাসায়ে দু'কুল
চলেছিস কোন পথে? কোন অজানায়?
ভাবলেশ শব্দহীন সুরের সঙ্গীতে
বয়ে যাস দ্রুতলয়ে অলক্ষ্যের দেশে,
বিরহ-কাতর মনে; অধীর ভঙ্গিতে।
জানিস কি তুই, এ জীবন পরিশেষে
কোথায় হারাবিি, কোন দুরন্ত সংসারে?
কামনা-বাসনা আশার ঝর্ণাতলায়
কতোচ্ছলে বেড়ে উঠে বিপুল ঝংকারে;
মোমের মতোন অতঃপর গলে যায়।
মানুষের আস্থা, মায়ার বন্ধন যতো
লতা মতো বেড়ে ওঠে ঘাত-প্রতিঘাতে;
ঝড়ের তাণ্ডবে একদিন অবিরত,
নুয়ে পড়ে জীবনের কঠিন সংঘাতে।
কবি, সম্মুখে অনন্ত গাঢ় অন্ধকার!
তবুও, যে সেই পথে চলে যেতে হবে
সব অবহেলা করে; খুলে বন্ধ দ্বার
যাত্রা হবে অন্ধকারে, মৃত্যুর উৎসবে।


২৯/০৮/২০২১
মিরপুর, ঢাকা।