হে ঈমানদারগণ! আল্লাহর কাছে শুদ্ধ চিত্তে
নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। আল্লা যে
ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন, এ সংবাদ দিতে,
ঐশীগ্রন্থে সকল নবীকে বলেছেন। যারা ডাকে
শুদ্ধ প্রতিজ্ঞায়, তাদেরকে সাধ্যাতীতের যন্ত্রণা
চাপিয়ে দেন না তিনি। শুধুমাত্র কাফের ব‌্যতীত
আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না!
যদিও, বিভিন্ন মুসিবতে পরীক্ষা নেন অন্তত।


আল্লাহ মারিয়ামকে নিরাশ করেনি। ধৈর্য্যশীল
ইউসুফের দুঃখ নাশ করেছেন স্বস্তির মাধ্যমে।
চরম কষ্টের পর বেদনাকে পূত, অনাবিল
স্পর্শ দিয়ে; পৃথিবীকে সৃষ্টি করেন স্বর্গীয় ধামে।
হে মানুষ! হতাশ হয়ো না তুমি, আল্লাহর শানে;
অপার সাহায্য তাঁর সন্নিকটে, রাখিও তা' মনে।


০৬/০৯/২০২১
মিরপুর, ঢাকা।