যার যেটুকু কর্ম, তাকে করতে হবে,
নইলে কাজে উলট-পালট হয়েই যাবে;
কাঙ্খিত ধন পাবে না সে খুঁজে ভবে,
খুঁজুক যতোই পণ্ডশ্রমে মা ও বাপে।


হালের গরু বাইবে যে হাল, নয় ছাগলে;
নবীন ধানের হাসি নিয়ে ভরবে গোলা,
জ্ঞানের কথা বলবে জ্ঞানী, নয় পাগলে;
ঋদ্ধ হবে জ্ঞান-গরিমায় চাষার পোলা।


মায়ের আদর পায় যদিবা সন্তানেরা
লকলকিয়ে বেড়ে উঠে ভুবন মাঝে,
বাপের সোহাগ-যত্ন যদি না পায় তারা
দিকভ্রান্তের চিন্তা করে সকল কাজে।


দাও শিশুরে দীক্ষা সঠিক অনুরাগে,
উঠবে গড়ে শক্ত হয়ে এই সমাজে;
মানুষ হবার মন্ত্রণা দাও সবার আগে,
সুখের সুবাস ছড়িয়ে যাবে বিশ্ব মাঝে।


০৫/০৯/২০২১
মিরপুর, ঢাকা।