ভুলে যাও ভয়, দুঃখ-বেদনা, অতীতের কথা;  
প্রয়োজনবোধে তলোয়ার-খাপ খোলো।
তারপর, সব বিজয়ী বীরেরা
উজানের পথে জাহাজের পাল তোলো।
কুয়াশা-আঁধার ঘিরে চারিধার!
ছিঁড়ো বন্ধন, রহো অবিকার।
এলোমেলো ওড়ে আকাশে বাতাসে
নিয়ে আত্মম্ভরিতার অহমিকা;
প্রবল প্রতাপে চলো অবিরাম
হৃদয়ে জাগিয়ে আশার প্রদীপশিখা।
নষ্টজনের লোভ ও লালসা
ছুঁড়ে ফেলো দূরে নিতান্ত অকাতরে;
যেতে হবে আজ
শোষিত প্রাণের মুক্তির বন্দরে।
পৌঁছাতে হবে মহাসাগরের তীরে।
লক্ষ্যের পথে,
তা' হোক না দ্রুত, অথবা নিছক ধীরে।
বাতাসের তোড়ে ফুলে উঠে ছেঁড়া পাল,
সাহসী নাবিক! তুমি ছেঁড়ো নাকো হাল;
ঠিক নিশানায় রাখিও লক্ষ্য স্থির।
লোভের আপেল দেখাবে তোমায়,
টানবে পিছনে;
থেমো নাকো তুমি, হে অকুতোভয়ী
বিশ্ববিজয়ী বীর!


আত্মতুষ্টির অহমিকায় বিজয়ীরা যদি
অঘোরে ঘুমিয়ে যায়;
তখন, সুযোগে পরাজিত যতো
ফাঁক-ফোঁকরের সন্ধান নেয়
সশস্ত্রভাবে প্রতিশোধ অভিপ্রায়।
মোহের প্রভাবে যদি ডুবে যাও,
ভুলে যাও যদি সব;
থেমে যাবে তবে জীবনের কথা,
হারাবে আঁধারে বিজয়ের উৎসব।


০৮/০৮/২০২১
মিরপুর, ঢাকা।