কবির ভাবনা ফুলের সুবাস গাছে গাছে রয় ফুটে,
অকবিরা সব তকমার লোভে হয়রান হয়ে ছুটে।
কবির কলম লিখে যায় নিতি মূল্যবোধের কথা,
ভালোবাসা-প্রেম-স্নেহ সুরভীতে লভে তাঁরা অমরতা।
কবির চেতনা মূলোৎপাটন কুৎসিত যতো ফিকে,
অমৃত সুধায় ভরে দিতে চায় সমস্ত পৃথিবীকে।
কবির মনন শুদ্ধাচরণ, সাবলীল সুর-গান,
পচা ডোবাজলে সৃজিতে মৃণাল কবি করে আহ্বান।


কবিরা চাহে না পুষ্পের মালা লোভী-ভণ্ডের হাতে,
জাগাতে বিশ্ব নিঃস্ব কবিরা জেগে ওঠে নিশিরাতে।
সন্ত্রাসীদের অস্ত্রের চেয়ে ধারালো কবির বাণী,
সমাজ গঠনে যুগে যুগে এসে করে যান পেরেশানি।
অখণ্ড সুখ কবিদের নেই, আছে শুধু ভালোবাসা,
তাই দিয়ে তাঁরা রুখে দিতে চান অহিত, সর্বনাশা।


১০/০৯/২০২১
মিরপুর, ঢাকা।