হাসিতে তোমার লাবণ্য ঝরে
        এক শৈল্পিক ডেকোরেশন;
অনিন্দ্য সুন্দর ঠোঁট দুটো
        ছুঁয়ে দিতে চাই পারমিশন।
অপরূপ তুমি কবিতার মতো
        ছন্দ-নৃত্য মাধুরীময়,
তোমার উপমা চাঁদের মহিমা
        জোছনা ছড়াও জগতময়।
বারবার আসি পৃথিবীর বুকে
        তোমার বুকের সুবাস নিতে,
শব্দে-ছন্দে কবিতার ধারা
        কতো যে বহাই এ লেখনীতে।
তোমার নয়নে বিদ্যুৎ খেলে
        হাহাকার জাগে প্রেমিক মনে,
কঙ্করময় পাহাড়ের বুকে
        ঝর্ণা বহিছে সঙ্গোপনে।
ছোট-বড়ো প্রেম এক সুতে গেঁথে
        অতঃপর, করো বিসর্জন,
মরু-উষ্ণতা চারিদিকে বহে
        দুঃখেরা করে আলিঙ্গন।
তুমি যে লায়লা, রাজার কুমারী
        কায়েসের ন্যায় চেয়েছি প্রেম,
আকাশ-পাতাল মিলে না কখনো
        সবশেষে এসে এ জানিলেম।
কবি যেন চিরবিরহী জাতক
        গৃহত্যাগী হয় প্রেমের লাগি'
ভালোবাসা পেতে, ভালোবাসা দিতে
        আজন্মকাল হয় বিবাগী।


০৮/০৯/২০২১
মিরপুর, ঢাকা।