প্রিয়তির লাল পেড়ে মিহিদানা শুভ্র শাড়ি পরে
এলো শরতের কারুকাজ; সমস্ত আকাশ জুড়ে
মেঘেদের ছুটোছুটি, পালের সাম্পানে উড়ে চলে
নিরুদ্দেশের অঙ্গনে অবিশ্রুত পথে অবিরাম।
চরের চৌদলে নেচে উঠে কাশের ললিত কন্যা
আকাশ ছুঁয়ে দেবার দুরন্ত আকাঙ্খা নিয়ে প্রাণে;
বারবার দুলে ওঠে জলসিক্ত বাতাসের তোড়ে
অনিন্দ্য সুন্দর এক মোহনীয় রূপসী-লাবণ্যে।
প্রকৃতিতে নেমে আসে আনন্দ-লহরী; চিরদুঃখী
বেহুলার অদম্য বাসনা জাগে, চম্পক নগরে
অয়োময় লখিন্দরের বাসর; তবুও দংশন
করে সুতানলী সাপ, মনসার অভিশাপ ফলে।
স্বপ্নবিলাসী কবিতা যেন কাশফুল. গান গেয়ে
যায় আসন্ন বিদায়ে অনুপম স্মৃতিকথা নিয়ে;
শেফালিকে বলে, এ বিদায় শেষ বিদায় নয়তো,
আবার আসিবো ফিরে মোলায়েম শিশিরের ভীড়ে।


১৩/০৯/২০২১
মিরপুর, ঢাকা।