মানুষ-হৃদয় যেন স্বচ্ছতোয়া বিবেকের ফুলে
সহস্র বছর ধরে ভালোবাসা নিয়ে খেলা করে।
সুগন্ধী সুবাসে ভরে তোলে ক্ষত-বিক্ষত হদয়,
ভালোবাসা ছল নয়; সৌন্দর্যের ফুলের পাঁপড়ি।
প্রিয়তি, তুমি মানস সরোবরে ফুলের বাগান,
এক অরূপ সৌন্দর্যে বেড়ে ওঠো অবিরতভাবে।
কীটের দংশন বেড়ে যাবে সেই পুষ্পের কাননে
অবিরাম; তুলে রেখো তারে মণিপাথরের মতো।


স্বচ্চ জলের ধারায় উর্বর হয় না কৃষকের
পতিত জমিন। পলিময় ঘোলাজলে হেসে যায়  
কৃষকের মন। মেঘের আঁচর বিনে আকাশের
সৌন্দর্য বাড়ে না কখনো; এ টুকু জানি, হে প্রিয়তি।
তুমি দূরের আকাশ, মেঘময়; তাই ভালোবাসি
প্রাণের গহীন থেকে, কৃষকের স্বপ্নিল মননে।


০৯/০৯/২০২১
মিরপুর, ঢাকা