কয়দিন আর বাঁচবা ভবে? ভাবছো বসে নিরালায়।
রঙ্গরসে কাটাও জীবন, খোঁজোনি কে দয়াল? হায়॥


আপন আপন করে ভবে
মজে রইলা রঙ-উৎসবে।
একদিন বড়ো ঝড় যে হবে, হারাবে দূর অজানায়॥


মরণ কথা স্মরণ হলে ভুলের পথে যাইতি না মন,
সকল ভোলে সাধু হ'তি, ভাবতে তাঁরে প্রাণের সুজন।


রঙ-বাজারের খেলায় মজে
চললি রে মন চক্ষু বুজে।
হইলি তুই এবার কুঁজে, রঙ ধরেছে শেষ-বেলায়।।


১০/০৯/২০২১
মিরপুর, ঢাকা।
(গীতিকবিতা)