জীবনের নদী-কুলে দাঁড়িয়ে, বিস্ময়ে
দেখি অপার সৌন্দর্য! এই পৃথিবীর,
প্রকৃতির। পূর্ণিমার গোলাকার চাঁদ,
শিশিরসিক্ত সবুজ ঘাস, নলখাগড়া,
মৃদুস্বরে বয়ে যাওয়া শীতল তটিনী,
কুয়াশা চাদরে ঢাকা আকাশের তারা;
অপরূপ রূপে তারা হয়েছে হাজির।
অস্তমিত সূর্যরেখা বিদায়ের কালে
বলে গেছে, পৃথিবীর বারান্দায় বসে;
'কবি, আর কতোকাল সুখের আবেশে
নিমগ্ন থাকবে একা, ভুবনের মাঝে?
চলে আয় তুই সৌন্দর্যের সমারোহে
পৃথিবীরে ছেড়ে অন্য রূপের ভুবনে।
যেখানে নেই দুঃখের হাতছানি, কোন
কষ্টের তীব্রদহন, আর প্রেমিকার
অবহেলা, নেই প্রাপ্তি-অপ্রাপ্তির প্রশ্ন,
আর পদ ও পদবীর কোন মাপকাঠি,
সামাজিক সম্মানের'। পূর্ণিমার চাঁদ,
সবুজ ঘাসেরা, চলমান স্রোতস্বিনী,
আকাশের তারারাজি হেসে ওঠে; এক
সুখের মাতম ছুটে চলে চারিধারে;
তারা ডেকে যায়, 'আয়, ওরে আয়, আয়...'


১৫/০৯/২০২১
মিরপুর, ঢাকা।