ফেসবুকেতে পেইজ খুলে, যে ভাবে কবি মস্ত,
কাব্যকথায় ভাবনা ছড়ায় যেনো সিদ্ধহস্ত।
        আর সকলে সদলবলে
        টুকলি করেন তলে তলে।
ভাবনাটি তার জ্যোতির্ময় সে, ঋষিবর অগস্ত্য!


অত্যাধুনিক কাব্যকথায় যায় না বোঝা কিচ্ছু,
কিম্ভূতকিমাকার ছন্দ ছাড়ে নাতো পিচ্ছু।
        কিন্তু, কবি হওয়ার সাধে
        নিমুক ছাড়া পায়েস রাঁধে।
কথার তোড়ে ছোবল মারে, বিষাক্ত এক বিচ্ছু।


কবি হওয়া নয়তো রে ডিমভাজার মতো রান্না,
সুস্বাদু সব খাবার-দাবার রাঁধতে যে পায় কান্না।
        চিত্রকল্প, রস-মসলা,
        থাকতে হবে ছন্দকলা।
সফল কবির  ছোঁয়া পেলে পাথরও হয় পান্না।


ফেসবুক পেজ-এডমিন হলে কবি বড়ো নয় সে,
সে জন কবি, ভাব-চেতনে মহৎ প্রাণের হয় যে।
        নিজকে নিজে কবি ভাবে
        চলতে চায় না সু-সদ্ভাবে।
দ্বন্দ্বকথা চিৎকার করে উস্কিয়ে সে দেয় যে।


১৯/০৯/২০২১
মিরপুর, ঢাকা।