জগতের যত ছোট-বড় কর্ম আছে,
ক্ষুদ্রজ্ঞানী ক্ষুদ্রজনে শুরু করে। পাছে
লোকে কিছু বলে, কভু ভাবে না যে, হায়!
সরোবর সৃষ্টি করে মরু সাহারায়।
এ জীবন ক্ষুদ্র অতি, শিশিরের মতো
রৌদ্রতাপে মুছে যায়। অনুপম ক্ষত
রেখে যায় পৃথিবীতে, ‘আমিও ছিলাম,
কর্ম শেষে সব ছেড়ে বিদায় নিলাম।


আমাদের কর্ম হোক মানুষ-মঙ্গলে;
নির্মল, শুভচিন্তার। গহীন জঙ্গলে
প্রাণপণে সৃষ্টি করি' প্রাণের স্পন্দন;
অতঃপর, সৃষ্টি হোক স্বর্গের নন্দন।
ক্ষুদ্র শব্দ দিয়ে সৃষ্টি সমুদয় বই,
তা’ থেকে আমরা সবাই সত্য শিখে লই।


৩০/০৮/২০২১
মিরপুর, ঢাকা। ছাদে।