বল্ রে ও মন, অচিন মানুষ লুকায় কোথায় সঙ্গোপনে?
খুঁজে ফিরি মরু-গিরি পাই না তারে এই মনে॥


মদন এসে মনের ভেতর
সাঁতার কাটে সে নিরন্তর
ছাই হলো না লোভের ঘর জ্বলে উঠে কাম-আগুনে॥


চন্দনে লাগালে আগুন সুবাস ছড়ায় জগতময়,
অরূপ সাগর-মোহনাতে হাজার নদী কথা যে কয়।


দেশ দেশান্তর খুঁজি যারে
লুকায়ে রয় কোন সুদূরে
ব্যস্ত রাখে মর্ত্যপারে যুক্তি করে চোর ছ'জনে॥


০৬/০৯/২০২১
মিরপুর, ঢাকা।
(গীতিকবিতা)