(''শশিসূর্যে গজারূঢ়া শনিভৌমে তুরঙ্গমে।
গুরৌ শুক্রে চ দোলায়াং বুধে নৌকা প্রকীর্ত্তিতা''॥)
-------------------------------------------
বছর শেষে দুর্গা আসেন চড়ে চার বাহনে,
নৌকা, দোলায়, গজ ও ঘোড়ায় জানেন সর্বজনে।
কিন্তু কবে, কখন আসেন, কোন বাহনের 'পরে,
বলছি এবার শোনেন সবে খুব মনযোগ ধরে।
ঘোড়ায় চড়ে আসেন দেবী শনি ও মঙ্গলে,
বৃহস্পতি, শুক্রবারে আসেন দোলায় দুলে।
বুধবারেতে সদলবলে নৌকাটি ভাসিয়ে,
আসেন দেবী দুর্গা মাতা ধরণী হাসিয়ে।
গজে চড়েন গজমতি রবি ও সোমবারে,
সপ্তমীতে আসেন ভালোবেসে ধরাটারে।
এ কথাটি জেনে রাখুন সকল সনাতনে;
দশমীতে ফের চলে যান কৈলাসেরই বনে।
অসুরনাশী দুর্গা আসার বাহন হলো চার,
কবে, কিসে আসেন দেবী জানলেন সমাচার।
---------------------------------------------------
(''শশিসূর্যে দিনে যদি সা বিজয়া মহিষাগমনে রুজ শোককরা।
শনি ভৌমেদিনে যদি সা বিজয়া চরণাযুধ যানি করী বিকলা॥
বুধশুক্র দিনে যদি সা বিজয়া গজবাহন গা শুভ বৃষ্টিকরা।
সূররাজগুরৌ যদি সা বিজয়া নরবাহন গা শুভ সৌখ্য করা''॥)
---------------------------------------------------
অসুরনাশী মন্ত্রণার পর কৈলাসে মা যান,
করুণ-রসে বিদায় গীতে কাঁদে ভক্তপ্রাণ।
যাওয়ার কালে চড়েন তিনি কোন বাহনের 'পর?
একে একে বলবো তোমায় সমস্ত খবর।
মোরগ পিঠে শনিবারে, মঙ্গলবারে আর,
রবি, সোমে চড়েন মহিষ, এইতো সমাচার।
বুধবারেতে গজে চলেন বলি সবার প্রতি,
মনুষ্যেরই ঘাড়ে ফিরেন যেদিন বৃহস্পতি।
এ হলো মার ফিরে যাওয়ার আসল বাহন চার,
ভুলে গেলে, কাব্যখানি পড়ো হে আবার।


(বাহন-নিদর্শন)
ঘোড়ায় এলে যুদ্ধ বাড়ে পার্শ্ব দেশের সাথে,
রক্ত-যুদ্ধে রাজক্ষমতা হয় যে বদল রাতে।
নৌকা করে এলে দেবী সাথে আনে ধন,
তারই সাথে বৃষ্টিপাত ও বন্যা নিদর্শন।
দোলায় এলে বাড়ে ভূমিকম্প, মহামারি,
ক্ষয় ও ক্ষতির ইঙ্গিতবহ বলছে পুরাণ তারই।
গজে চড়ে আসে যদি সুন্দর নিদর্শন,
সুজলা-সুফলা ধরা, আনন্দে রয় মন।


মোরগ ও মহিষ চড়ে  গমনে রোগ-শোক
বাড়ে ধরায়, কষ্ট-জ্বালা, বাড়ে দুঃখভোগ।
মানুষ এবং গজে গমন বাড়ে বৃষ্টিপাত,
আনন্দ ও সুখ-পরশে ভক্তে প্রণিপাত।
পুরাণ মতের কথাগুলো প্রকাশ ছন্দতায়,
বিশ্বাস ও অবিশ্বাসের সব যে তোমার দায়।


০৪/১০/২০২১
মিরপুর, ঢাকা।