অস্তমিত সূর্যের আলোয়
লিখে যাই কম্পমান হাতে কবিতার নিঃশব্দ চরণ।
পশ্চিম আকাশে ভাসে লালিমার রেখা
তারা দেখা দেয় আজ মৃত্যুর বিষাদে
জীবনের ঘনিভূত জলজ দর্পণে।
এখানে অর্বুদ কোটি মানুষের ভীড় লেগে আছে
পৃথিবীতে আসতে চায়।
যারা অসহায়, অকর্মণ্য এবং পরমুখাপেক্ষী
তাদেরকে চলে যেতে হবে নির্দ্বিধায়।
নূতনের আবাহন সঙ্গীতের তোড়ে
জেগে উঠবে পৃথিবী; নবীন সম্ভাবনার
অমিত তেজের আলোকামালা জ্বালিয়ে।
আজ ঝাপসা হয়ে আসে চোখ
অন্তর্জগতের সকল বর্ণিল আলো ম্লান হয়ে যায়
চলমান গতিধারা রুদ্ধ হয়ে আসে।
পতন্মুখ বৃক্ষের ছায়ায় যেমন উদ্গম হয়
মহীরুহের বীজের চারা।
অনাগত মানুষের প্রয়োজনে
আমাকেও চলে যেতে হবে।
যেমনিভাবে গেছেন চলে
আমার জন্য গর্বিত পূর্বপুরুষেরা।


২৯/০৯/২০২১
মিরপুর, ঢাকা।