বায়ূর তোড়ে মেঘ উড়ে যায় দূরে
নীল আকাশে অচিনলোকের পুরে;
হঠাৎ করে থামিয়ে চলার গতি
বৃষ্টি হয়ে ভেজায় বসুমতি।
স্নিগ্ধ জলের স্নেহ-পরশ পেলে
শস্য-শিশু জাগে নয়ন মেলে;
হেসে উঠে এই পৃথিবীর প্রাণ
শাস্ত্র মতে, তা' প্রকৃতির দান!
আমরা সবাই মেঘ হবো এ ভবে
সৃষ্টি সুখের অনন্ত উৎসবে
ছড়িয়ে দেবো সকল মেধার ধারা,
করবে যে ভোগ বেঁচে থাকবে যারা।


২৭/০৯/২০২১
মিরপুর, ঢাকা।