তুমি বঙ্গবন্ধু নহো, শেখ মুজিবুর রহমান!
চিন্তায় ও চেতনায় যুগসেরা মানুষের পৃথিবীতে।
মানবতার দীপ্র প্রতীক করুণার বরাভয় সিন্ধু!
তুমি আজ বিশ্ববন্ধু, শেখ মুজিবুর রহমান।
চিরন্তন সত্যবাণী  
সে-ই বজ্রকণ্ঠে পরম বিশ্বাসে বলেছিলে-
'এ পৃথিবী আজ দু'ভাগে বিভক্ত-
শোষক আর শোষিত;
আমি শোষিতের পক্ষে কাজ করে যাই'।
সেটা ছিলো বিস্ময়কর প্রথম বিপ্লবের দৃপ্ত উচ্চারণ!
সেই থেকে হয়ে গেলে তুমি বিশ্ব-মানবতার প্রতীক।
ভালোবাসা যার মনে,
মন যার কাঁদে শৃংখলিত এই মানুষের তরে,
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে;
যার প্রাণ অকাতরে বিলিয়ে দিতে কুণ্ঠিত নয়,
কর্ম-চিন্তা, রক্ত-স্বেদ, এই ক্ষুদ্র বাংলাদেশ থেকে।
প্রভাত সূর্যের আভা নিয়ে, শ্লোগানে শ্লোগানে
মুক্তির আলোর জ্যোতি জ্বেলে দাও তুমি বিশ্বময়।
এ বাঙালি নিঃস্ব নয়;
জানিয়ে গেলে সমস্ত পৃথিবীকে;
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
আজ তুমি শুধুই বাংলাদেশের বঙ্গবন্ধু নহো;
এ পৃথিবীর শোষিত মানুষের মুক্তির প্রত্যয় নিয়ে  
পৃথিবীর জনপদে বাজিয়ে গিয়েছো বিদ্রোহের বাঁশি!
যেখানে অত্যাচারীরা নৃশংস, দুর্বার,
সেখানেই উচ্চারিত বজ্রকণ্ঠ-ধ্বনি- মুক্তির বিশ্বাসে।
তুমি বিশ্ববন্ধু, জেনে গেছে, বঞ্চিত তাবৎ বিশ্ববাসী।


২৬/০৮/২০২১
মিরপুর, ঢাকা।