পেটে কোন ভাত নাই
      তাই, ক্ষুধা পায়;
গরীবের বাঁচা-মরা
      কিবা আসে যায়?


আমাদের ঘরে আজ
      ক্ষুধা থরে থরে,
সরকার বলে, সবে
      থাকো নিজ ঘরে।


বলবো কিভাবে আজ
      অভাবের কথা!
গরীবের তরে কারো
      নেই মাথাব্যথা।


লকডাউন এনেছে
      দুখ রাশি রাশি;
আশা নিয়ে বসে রই
      মুখে মেখে হাসি।


০৪/০৮/২০২১
মিরপুর, ঢাকা।