জলের দর্পণে ছায়া ফেলে
চন্দ্র-গলা জ্যোৎস্নার আলো;
স্মৃতির-শহর আলোময়,
ঘুঁচে যায় জীবনের কালো।
সৌভিক নূপুর বেজে উঠে
নিঃশব্দের নিপূণ চরণে;
প্রেমের তীব্রতা জমা হয়
হৃদ-পিণ্ডের রক্ত-ক্ষরণে।
ছায়াপথ, নীহারিকা খুঁজি
অনন্ত বিথীর ছায়াতলে;
সময়ের জলাধারে জমে
স্নিগ্ধজল মূর্ত কৌতূহলে।
বুকের ভেতরে জ্বলে উঠে
অনবদ্য তোমার মূরতি!
দীর্ঘপথ একা হেঁটে চলি
তুমি যেন নক্ষত্রের জ্যোতি।


৩০/০৯/২০২১
মিরপুর, ঢাকা।