অতীতের জীর্ণ খাতা খুলে দেখি বিপুল আনন্দ
ঝরে যায় ফুল হয়ে জীবনের বিস্তৃত অঙ্গনে;
রাশি রাশি সুখ ঝরে সাগর-ঢেউয়ের ধারা হয়ে
অনন্ত জলধি হতে, গলে যায় স্তব্ধ সঙ্গোপনে।
যত দেখি, তত ভাবি; উষ্ণতার সুখের ফোয়ারা
পাখা মেলে উড়ে চলে সাগরের জলরাশি ছুঁয়ে,
নীবিড় সুখের ধারা মৃদুমন্দ বাতাসের তোড়ে;
এই জীবন পাথারে শুধু ঢেউ তুলে যায় বয়ে।


অভিজাত বর্তমান তুলে আনে হরেক রকম
দুষ্প্রাপ্য আয়েশি দ্রব্য; আঙুলের চাপে বিশ্ব দোলে
উঠে চোখের সম্মুখে; পারিজাত সুবাসের কতো
প্রসাধনীর চমকে নিত্য রূপময় করে তোলে।
তবুও, অতীত-দিনে ফেলে আসা স্মৃতিময় শোক
উল্কার ক্ষণিক প্রভা, মনে হয় অনন্য অলোক।


১৩/১০/২০২১
কুয়াকাটা, পটুয়াখালী।