(আমি) ভালো বলবো কারে?
ঠকবাজি আর জুয়াচুরি
        করছি বারেবারে।


আমি, তুমি, সে ও তারা
সাধুর মুখোশ পড়ছি যারা
আস্তিনেতে লুকিয়ে রাখি
        কামজ জন্তুটারে।
সুযোগ পেলেই বের করে দেই
        ধরতে পরের ঘাড়ে॥


মুখের কথায় সাধুর বুলি
অন্তরেতে আন্ধার গলি
পরস্ব ধন পাওয়ার লাগি
        মরি হাহাকারে।
দিনে বলি সাধুর বচন
        লোভী অন্ধকারে॥


করতে গিয়ে পরোপকার
শর্ত জুড়ে দেই যে আবার
মর্ত্যলোকে প্রচার পেতে
        ধরি যারে-তারে।
সৎ-অসতের ধারধারি না
        স্বার্থসিদ্ধি তরে॥


০৩/১০/২০২১
মিরপুর, ঢাকা।