শ্লীল চেতনার কাব্যে, সকল স্বর্গীয়
কুল-ধর্ম-জাতিভেদ বিসর্জন দিলো।
দাম্পত্যের অভিনয়ী তপস্বিনী নারী
আলিঙ্গনলিপ্সু হলো বড়ো কৌতুহলে।
প্রোষিতভর্তৃকার স্বামীর সন্দেহের
উপদেশ বাণী- 'পরপুরুষের ছায়া
হোক কালসর্পসম আতঙ্কদায়ক,
আলুথালু কেশে থেকো গৃহবন্দী হয়ে'!
এই সময়ে সংযমশীলা চন্দ্রাবতী
রীতি ভেঙ্গে ভালোবাসে জয়চন্দ্রকেই।
সংস্কৃত-প্রভাব ছেড়ে বাংলা কবিতায়
গোরস্থান-শ্মশানের শোভাদৃশ্য বাড়ে,
পরস্পরে আলিঙ্গনে বরণের পরে
ছুটেছে নদীর স্রোতে উন্মাতাল হয়ে।


১৮/১০/২০২১
চর বাউশিয়া, গজারিয়া, মুন্সিগঞ্জ।