সময়ের টানে বাংলা কবিতায় আসে
শ্যাম-বনরাজি, ভাট, চাপা, নাগেশ্বর;
মান্দারের ডালে ঘেরা রবিশস্য-ক্ষেত,
কদলীর বন, কেয়া, সাদা কাশফুল।
চিলের করুণ ডাক, পাখিদের গান,
স্লোগানমুখর রাজপথ। বিদ্রোহের
দুর্জয় শক্তিশালিনী নৃত্যশীলা মেয়ে
হাসে, গেয়ে উঠে কবিতার পুষ্পারণ্যে।
পদ্মবন তছনছ করে ছুটে যায়
সীমাহীন আকাশের নক্ষত্রের দেশে।
শীতল কবিত্বে নেমে আসে বিদ্রোহের
অগ্নিঝরা শব্দ; ফুলেশ্বরীর উত্তাপ!
রুদ্ধদ্বার গৃহবন্দী বাংলা কবিতারা
বিদ্যুতের বেগে ছোটে অনন্ত বিহারে।


১৮/১০/২০২১
চর বাউশিয়া, গজারিয়া, মুন্সিগঞ্জ।