বিস্তর বন্ধুর পথ দুর্দান্ত প্রত্যয়ে
আতিক্রম করে এই বাংলা কবিতারা।
দুঃসাহসীর বলিষ্ঠ তেজের নিষ্ঠায়
শব্দে-ছন্দে নেচে ওঠে; যেন নদীজল,
চাঁদের জ্যোৎস্না ঝরে তুমুল হাসিতে।
সমাজ পরিবর্তনে মুখরিত হয়
শোষণ-শৃঙ্খল-ভাঙা তেজদীপ্ততায়;
সম্মুখে এগিয়ে যায় আপন প্রভায়।
আজ বুঝি কবিতারা নেতিয়ে পড়েছে,
লোলচর্মে অনুজ্জ্বল ধূসর জগতে
এলোমেলো পথ চলে। তেজী সৈনিকের
দৃপ্তপদে হাঁটে না সে, সমপদক্ষেপে,
ছন্দময়তার সাথে। ব্যঞ্জনা এবং
সুর নেই কবিতার বাঁশরীর তানে।


২৩/১০/২০২১
চর বাউশিয়া, গজারিয়া, মুন্সিগঞ্জ।