সৃষ্টির রহস্য তুমি প্রকৃতির অপার বিস্ময়
ক্ষণে ক্ষণে ছল করে কতো রূপে হাসো
নীল থেকে লাল অতঃপর বর্ণহীন
কখনো ধূসর
রঙের পসরা বসাও তোমার বুক জুড়ে
নীল উজ্জ্বল প্রভায় অপরূপ সাজাও তোমাকে
মাঝে মাঝে মনে হয় দূরের গ্রামের পশ্চাতেই
ধনুকের মতো বাঁকা হয়ে কালো মৃত্তিকা ছুঁয়েছো
ছুটে গিয়ে ছুঁতে পারি বিচিত্র শরীর
অথচ, এ সত্য জানি, তুমি সীমাহীন
চোখের ভ্রমের কাছে
যতদূর ছুটে যাই তেজী রকেটের গতি নিয়ে
তত দূরে সরে যাও বিস্তৃত অঙ্গন ছেড়ে দূরে  
আরো বহুতর দূরে
আমাদের জীবনের মতো যেন অপার বিস্তৃত
তোমার শরীর জুড়ে ধোয়ার গহীন আস্তরন
আশি লক্ষ যোনীর পরিভ্রমণে তোমাকে দেখেছি
তারপর, চলে যাবো
কোথায়? কেউ জানে না- আমিও না
যত দেখি, ততো ভাবি
অস্তিত্বময় তোমাকে, অথচ তুমি অস্তিত্বহীন।


০৮/১০/২০২১
মিরপুর, ঢাকা।