এই মানুষ-জীবন যন্ত্রণায় বেদনার্ত, বিষাদে ব্যাকুল!
হেমলক অনুভূতি বহে সারা অঙ্গ জুড়ে; সঙ্কোচে, সন্তাপে।
গ্রীষ্মের তীব্রতা বেড়ে ছারখার শ্যামলিমা, বৃক্ষলতা, ফুল;
উজ্জ্বল সবুজ পাতা ক্রমশঃ ধূসর হয় নিদারুণ তাপে।
দুঃখদহনের কথা জরাজীর্ণ! উদ্বিগ্নতা, পাথর-হতাশা
হৃদয়-উপত্যকায় সৃষ্টি করে বিষন্নতা। পাহাড়ের মতো
অন্ধকারের তরঙ্গ ক্রমে বিকশিত হয়। ঝড়, সর্বনাশা
জলোচ্ছ্বাস বয়ে যায় উত্তাল ঊর্মিমালায়; নিত্য, অবিরত।
সুখের জীবনপাখি উদ্দেশ্যহীন পাখায় ভর করে উড়ে
ভয়ঙ্কর সমুদ্রের সম্মোহিত অন্ধকারে। হতবুদ্ধি, ক্লান্ত
শামুকের মতো দৃষ্টি-শ্রুতিশক্তিহীন পড়ে থাকে আস্তাকুঁড়ে
নিরুপায়ে; মূল্যহীন পরিত্যক্ত বস্তু হয়ে, যেন পরিশ্রান্ত।
দুঃখহীন ভালোবাসা অর্থ-প্রেমে অর্থহীন এই পৃথিবীতে,
যৌবন ফ্যাকাসে হলে দুঃসহ একাকীত্বের ব্যথা বাড়ে চিতে।


২৭/১০/২০২১
চর বাউশিয়া, গজারিয়া, মুন্সীগঞ্জ।