আমার চোখে কাজলদীঘি
তোমার চোখে স্বপ্নঘর,
ভাসিয়ে দিলাম সকল আশা
ভাবছি না আর আপন-পর।
নির্জনতায় ঝুলে থাকা
আমার বোধের নীলাকাশ,
অগোছালো ভাবনাগুলো
সাজাতে চায় হা-হুতাস।
ঘর ছেড়ে আজ বাহির হলাম
একটু কোমল শান্তি চাই,
দেখলে না মন হৃদয় দিয়ে
দেখলে শুধু ভ্রান্তিটাই।
তোমার কোমল পরশ পেতে
সয়ে গেছি কষ্ট সব,
পথের শেষে ভাবছি বসে,
তাহলে কি নষ্ট সব?


২৯/১০/২০২১
পূর্ব জিন্দাবাজার, বারুতখানা, সিলেট।