ভালো লাগার সময়গুলো ফিরবে না, তা জানি;
কালের গতি স্রোতের মতো সম্মুখে যায় বয়ে।
          কিন্তু, ভালো মানুষগুলো,
          সুন্দর সম্পর্কগুলো
স্মৃতি হয়ে চিরদিনই থাকবে অমর হয়ে।


এ প্রকৃতির নিয়মনীতি- কেউ রবে না বেঁচে;
যাওয়া-আসার মধ্যিখানে ভালোমন্দ দেখা।
          মন্দগুলো বন্ধ করে,
          ভালোগুলো আপন করে
এ জীবনের গল্পগাথায় হোক না কিছু লেখা।


অনেক জ্ঞানীর ভিড়ের মাঝে অজ্ঞ যে জন, হায়!
কতোই ছলে মহীতলে 'কবি' হতে দেখছে খা'ব।
          সত্য কথা বলতে গেলে
          কষ্ট বাড়ে বুকের তলে;
সকল চেপে লোকের সাথে তাইতো করি হাস্যলাপ।


০১/১১/২০২১
চর বাউশিয়া, গজারিয়া, মুন্সীগঞ্জ।