তুমি যদি শ্যামল পাহাড় হও,
আমি ঝর্ণা হবো তা-তে;
ললিত মধুর ভালোবাসা নিয়ে
ঝরে যাবো সশব্দে নির্ঘুম নিশিরাতে।
তুমি যদি ধূসর মৃত্তিকা হও,
হও ধূ-ধূ মরুভূমি;
আমি জলবতী মেঘ হবো,
বৃষ্টি হয়ে তোমাকেই যাবো চুমি।
তুমি যদি মাঠ হও, ফসলের,
আমি হবো বহমান নদী;
তোমায় সতেজ রাখিবার তরে
প্রত্যহ ভিজিয়ে দিবো;
নিস্তরঙ্গে বয়ে যাবো নিরবধি।
তুমি যদি বৃক্ষ হও,
আমি সূর্য হবো নভতলে;
তোমার উদ্বিগ্ন জীয়নশক্তিকে
নিরন্তর উদ্বেল উচ্ছ্বল
করে দেবো পলে পলে।
তুমি যদি ফুল হও,
তা-তে রঙ হবো আমি,
হবো সৌরভ অনন্ত চরাচরে;
পুলক জাগাবো বিশ্বময়
মানুষের স্মৃতির অঙ্গনে, ঘরে ঘরে।
তুমি যদি বাঁশি হও,
আমি হবো মোহনীয় সুর তা-তে;
চন্দ্রক্ষরা তটিনীর কূলে বেজে যাবো
যমুনার তীরে নিরলে, বিষন্ন রাতে।
তুমি আর আমি মিলে
সাজাবো এ পৃথিবীর অবোধ সংসার!
শস্য-শ্যামলার দারুণ প্রত্যাশা নিয়ে
ফিরে আসবো আবার; বারংবার।


০১/১১/২০২১
চর বাউশিয়া, গজারিয়া, মুন্সীগঞ্জ।