প্রেমাসক্ত কবি-মনে, তাঁর চেতনায়
অনিন্দ্য শব্দ-পাখিরা পাখা মেলে যায়।
        কবির কবিতাগুলো
        নিটোল মেঘের তুলো
হয়ে উড়ে যায়, সুদূরের নীলিমায়।


কেটে যায় সারাবেলা উদাসীর মতো
ধূসর-ধরণীতলে। ভাবে অবিরত
        উতলা চঞ্চল হয়ে;
        যার বসতি হৃদয়ে
কথা কেন কহে না সে, পাখিদের মতো।


প্রেমের অঞ্জলি দিয়ে মন-সরোবরে
সৃজন করেছে যারে, অনেক আদরে।
        জীবন চলার পথে
        ধরে রাখে তারে গেঁথে
সোহাগে, ভালোবাসায় আনন্দ-অন্তরে।


ভাবের প্রান্তরে কবিতায়, গানে গানে
ভাসায় সোনার তরী অজানার পানে।
        আবেগে উচ্ছ্বাস ভরি'
        বলে যায়, 'মরি! মরি!
মরে যেতে রাজি আছি তোমার আহ্বানে'।


০৩/১১/২০২১
চর বাউশিয়া, গজারিয়া, মুন্সীগঞ্জ।