(আমার) বিশ্বভুবন হয় মন্থন একটি বোনের আশায়;
আলোর কলি উঠবে দুলি' তাঁরই ভালোবাসায়।


পথের পাশে বসে বসে আঁকি তাঁরই ছবি,
নিঃস্ব হয়ে বিশ্ব মাঝে তাইতো হলেম কবি।
নাই দরদী ভুবন মাঝে সকাল-সাঁঝে
              আশির্বাদে ভাসায়।
বিশ্বভুবন মন্থন করি এমন বোনের আশায়।


যমের কাঁটা ভালে আঁটা, ছন্নছাড়া হয়ে,
ঘুরছি আমি দিবস-যামী বিপুল বেদন লয়ে।


কোথায় যে পাই খুঁজছি সদাই, সুভদ্রা সেই বোন,
দীর্ঘজীবন দেখবে স্বপন! ভাইয়ের সারাক্ষণ।
উলুধ্বনি, দুর্বা-ধানে, শঙ্খসুরে,
              যে বোন আশিষ জানায়।
তেমন একটি বোন খুঁজে যাই, ভাইবিজ দিবে আমায়।


০৬/১১/২০২১
চর বাউশিয়া, গজারিয়া, মুন্সীগঞ্জ।


ভাইবিজ = ভাইফোঁটা