তুই দাদাভাই! বন্ধু আমার, অতি প্রিয়জন,
আগলে রাখিস আমায়, করে হৃদয়ের আপন।
        ভাইফোঁটার এ শুভ দিনে
        তোকেই আমি রাখছি মনে;
ভগবানের চরণতলে করছি সমর্পণ;
মঙ্গলে তোর প্রভূর কাছে জানাই নিবেদন।


তুই যে আমার প্রাণের ভ্রাতা, গর্বিত আজ আমি,
তোরই ভালোবাসায় কাটে আমার দিবসযামী।
        শক্তি, বুদ্ধি, সুস্বাস্থ্য চাই,
        সুখের জীবন আর পরমাই;
সম্পর্কের মিষ্টি-বাঁধন সবার চেয়ে দামী;
আমি যে তোর ভালোবাসা-আদর-সোহাগকামী।


দুঃখ-সুখে সর্বদা তাই করছি আশির্বাদ,
অনেক দূরে যাক চলে তোর সমস্ত প্রমাদ।
        সুরক্ষিত থাকুক জীবন,
        প্রভূর কাছে এ আবেদন;
তোরই স্নেহের ছায়াতলে মিটবে মনের সাধ;
ভাইফোঁটার এ আশিষ বাণী হবে না বরবাদ।


হয়তো বা আর ফিরবো না ভাই ছোট্টবেলার কালে,
ভাইফোঁটা টিপ ভালোবাসায় দিতে এঁকে ভালে।
        শুভ ভ্রাতৃদ্বিতীয়ার দিন
        আনন্দতায় হোক রঙ্গিন;
দীপাবলি রাঙায় যেমন আলোতে আর ফুলে,
তেমনি করে থাকিস রে ভাই আমার জীবন-মূলে।


০৬/১১/২০২১
চরবাউশিয়া, গজারিয়া, মুন্সীগঞ্জ।