ছোট হতে হতে যদি ছোট হয়ে যাও,
সাবলীল প্রতিবাদহীনভাবে। যদি
ঘাসের ভেতরে রও নীরবে লুকিয়ে;
পরিবার পরিজন ক্রমে যাবে সরে।
বিষন্ন পাথারে স্বপ্নজাল বুনে যাবে
নিঃসঙ্গ জীবনে, সব চুকিয়ে-বুকিয়ে।


নির্বাপিত অনুভূতি, সদাসয় ভাবে,
জগত-সংসার মাঝে অন্ধকার এসে
ঘিরে রাখে আষ্টেপৃষ্ঠে তোমার জীবন।
তরঙ্গিত হাহাকার ফুলে-ফেঁপে উঠে
নিমজ্জিত করে যাবে আকাশ-পাতাল;
অশ্রুজলে ভেসে যাবে স্বকীয়-ভুবন।


অর্থ-হীন এ জীবন বড়ো অর্থহীন!
বিশাল সমুদ্রজলে শিশিরের মতো
মূল্যহীন। অথবা, ভাঙ্গা কাচের গ্লাস,
পড়ে রবে আস্তাকুঁড়ে আঁধার-বিবরে;
ছন্দহীন আধুনিক কবিতার মতো,
নেই যাতে অলঙ্কার, রস, অনুপ্রাস।


০৮/১১/২০২১
চর বাউশিয়া, গজারিয়া, মন্সীগঞ্জ।