তুলোর মতো নরম সে যে,
      লৌহের ন্যায় শক্ত;
তার ছোঁয়াতে শত্রুও যে
      হতে পারে ভক্ত।
গোখরোর চে' বিষাক্ত সে,
      চিনির চে'ও মিষ্টি;
তীব্রখরার দাবানলে
      আনতে পারে বৃষ্টি।
ছুরির চেয়ে ধারালো সে,
      তীক্ষ্ণ ফলার তীর;
রকেট থেকে দ্রুত চলে,
      শ্লথের চে'ও ধীর।
পর মানুষকে আপন করে,
      আত্মীয়কে পর;
বোমার চে'ও শক্তিশালী
      ভাঙতে সুখের ঘর।
এ পৃথিবীর দ্বন্দ্ব যত
      তার কারণেই হয়;
নয়কে সে ছয় করে যায়,
      ছয়কে করে নয়।
এমন একটি মাংসপিণ্ড
      আছে মহীতলে;
ক্ষাণিক অসংযত হলে
      তীব্রদহন জ্বলে।
বলতে পারো, সে কি জিনিস?
      বলো, নামটি কিইবা?
শোন তবে, বলছি তোমায়,
      তা' আমাদের জ্বিবা।


০৯/১১/২০২১
চর বাউশিয়া, গজারিয়া, মুন্সীগঞ্জ।