কর্মের শেষ হলে,
চলে যাবো সব ফেলে,
রেখে যাবো সবকিছু
এলোমেলো মহীতলে।


জীবনের প্রতিদিন
করে গেছি কতো ঋণ,
সুদাসলে বেড়ে যায়
তবু থাকি উদাসীন।


চলে গেলে, তারপর
পাবে তুমি সম্বর-
গেলমান, হুরপরী,
শান্তির অতঃপর।


যারা এলো দুনিয়ায়
তারা সবে চলে যায়;
আমি-তুমি-সে সকলে
সব ছেড়ে যাবো, হায়!


যাহা চাই ভাবনাতে
কামনায় দিনে-রাতে,
পাই নাতো কিছু তার
থাকি অভিসম্পাতে।


ছেলে-মেয়ে পরিজন
কেউতো নয় আপন,
সবকিছু ধুলোবালি
সব মিছে বন্ধন।


ধন-জন, বাড়ি-গাড়ি
চঞ্চলা বিধু নারী
ছেড়েছুড়ে যেতে হবে
অজানায়, সব ছাড়ি।


শবাসনে হলে শব
থেমে যাবে কলরব;
তারপর, শেষ হলে
নিস্তেজ হবে সব।


মরনের আগে মর,
সাধুজন হাত ধরো;
সাত্ত্বিক চেতনায়
আত্মাকে করো বড়।


এ জীবন আলো-ছায়া
মিছে প্রেম-প্রীতি মায়া;
বিদ্যুৎ আলো যেন
রূপ আছে নেই কায়া।


১০/১১/২০২১
ছোট আলমপুর, কোটবাড়ি, কুমিল্লা।