পাতক! চলে যা। আমার জোছনা থেকে
ভীত নই আমি সংগ্রামে, হাহাকারে
বাড়াসনে হাত পাশব হিংস্রতায়
অমিতাভ মন বিদ্রোহী হতে পারে।


নিটোল আলোতে ছড়াসনে তুই ছাই,
সূর্যের নদী উত্তাল হয় যদি
ভেঙ্গে ফেলবে কামুক নখর তোর
আমার জোছনা জলবতী এক নদী।


রুদ্ধ ঘরের আগল খুলেছি আমি
ভয় দেখানোর সময় এখন শেষ
রক্ত-গঙ্গা পাশের বাড়ির মেয়ে
রাখবো না আর মিথ্যার কোন রেশ।


শ্বাপদের নাচ করিসনে আর শুরু
সময়ের ডাক পেয়ে গেছে এই মন
মননের ঘরে প্রতিবাদ প্রতিরোধ
অমিতাভ মন বিদ্রোহে উচাটন।


পাতক চলে যা, এই অঙ্গন ছেড়ে
হৃদয়ের মাঝে দহনের চিৎকার
ধর্ষিতা বোন রেখে গেছে শাড়ি তাঁর
আমার পতাকা- প্রেমের অহংকার।