অবাধ্য চঞ্চল মন বারবার পিছে ফিরে চায়;
লাউয়ের ডগার মতো নিরন্তর সে-তো ঝুলে থাকে,
ফেলে আসা দিনগুলো শুধু খুঁজে যায়।
একদিন অপেক্ষায় দাঁড়িয়েছিলো সে
জাত সাপেদের বনে,
মেহেদি গাছের তলে জোনাই পোকার সাথে;
সন্ধ্যায় আসবে বলে তিন সত্যে কথা দিয়েছিলো।
গোধূলি মিলিয়ে যায়
আকাশের তীর ছেড়ে আরেক জগতে,
অন্ধকার নীলিমার দেশে।
কিন্তু সে এলো না চুপিচুপি পরিচিত নিটোল ভঙ্গিতে,
ধীর পদলয়ে, সন্তর্পনের সতর্কতায়।

অতঃপর, একদিন
অন্তর বিধ্বংসী লাল মেহেদির সুগন্ধী বাতাস
মুঠো মুঠো ছড়িয়ে দিয়ে হারিয়ে গেলো
জোনাকিদের পাখায় ভর করে তুমি।
সানাইয়ের সুরে সুরে,
নীরবে চলে  সে; দূরে, বহুদূরে;
আলোর জগত ছেড়ে অন্য এক ধূসর জগতে।
চঞ্চল অবাধ্য মন
অনন্ত বিষন্নতায় বারবার ফিরে ফিরে চায়।


২৬/০৯/২০২১
মিরপুর, ঢাকা।