সাদা-পাথর বিছানো নদীতলে,এক
বিস্তৃত অঙ্গন জুড়ে পাথরের মেলা;
নীলাকাশ-পাহাড়ের লজ্জা ও বিবেক
ধলাই নদীর জলে করে যায় খেলা।
মনোলোভা দৃশ্যপট খাসিয়া, জৈন্তিয়া,
পাথর-কোয়ারি আর জলবতী নদী;
নীলাকাশ নামে অপরূপ রূপ নিয়া
মেঘালয় থেকে বাংলাদেশে, নিরবধি।
বালির গালিচা পাতা নদী-কোল জুড়ে,
দ্রুতবেগে ছুটে জল; কলকল গান
গায় স্বচ্ছতোয়া মনোরমতার সুরে;
রূপে মুগ্ধ, বিমোহিত পর্যটক-প্রাণ।
সিলেটের অনন্য রূপ- 'সাদা পাথর',
বিচিত্র রূপের ধারা- বড়ো মনোহর।


০৭/১১/২০২১
চর বাউশিযা, গজারিয়া, মন্সীগঞ্জ।