গাউসুল আজম আব্দুল কাদির
      সুলতানুল আউলিয়া তুমি,
ইসলামেরই স্বর্ণযুগে
আসলে যে এ মর্ত্যলোকে;
করলে ভুবন আলোকিত
      ধর্মকথার আহ্বানে।
ইরাকের ঐ জিলানেতে
জন্ম নিলে বড়পীর হে!
শাইখুল ইসলাম, মুহিউদ্দিন
      কতো নামে সবাই ডাকে।
তরিকাতে কাদেরিয়া-
      সুফিবাদের মর্মকথা;
নিঃশঙ্কোচে উচ্চারিলে,
      ধর্ম হলো মানবতা।
মানুষবিহীন ধর্ম যে নাই,
সুফিবাদের মর্মতা তাই।
শুদ্ধ মনে ভজলে মানুষ
      খোঁজ পাওয়া যায় এক আল্লারই।
গাউসুল আজম আব্দুল কাদির
      সুলতানুল আউলিয়া তুমি।


১৭/১১/২০২১
চর বাউশিয়া, গজারিয়া, মুন্সীগঞ্জ।


আজ (১১ রবিউস সানি, ১৪৪৩; ২ অগ্রহায়ণ, ১৪২৮; ১৭ নভেম্বর, ২০২১; বুধবার) ফাতেহা-ই-ইয়াজদহম। বড়পীর আব্দুল কাদির জিলানীর ওফাত দিবস।