এ কোন খেলা খেলছো প্রভু, ওগো দয়াল সাঁই;
এই দেখি রূপ অরূপ ধারা, আবার দেখি নাই।
খুঁজি তোমায় বন-জঙ্গলে, পাহাড়-মরু, সাগর জলে,
আকাশ পাড়ে, মাটির তলে খুঁজছি যে সদাই;
এ কোন খেলা খেলছো প্রভু, ওগো দয়াল সাঁই।
সুরে সুরে ঘুরে ঘুরে খুঁজছি তোমায় অচিনপুরে,
কোন সুদূরে বসত করে ডাকছো আমায় দেশান্তরে?
মেঘের ভেলায় চড়ে এসো, করুণাতে ভালোবেসো;
অন্তরেতে এসে বসো তোমায় দেখতে চাই;
এই দেখি রূপ অরূপ ধারা, আবার দেখি নাই।

২৮/১১/২০২১
জয়পুর, হোমনা, কুমিল্লা।