আমার আমিত্ব সব বিসর্জন করি;
বিশাল, তোমার নামে; তোমার মহিমা
প্রবাহিত করো আমার সকল কামে।
ক্ষুদ্র আমি, তুচ্ছ আমি, অতি মোহগ্রস্ত
ধুলা-ধরণীর বুকে; সকল সুন্দর
বেঁধে রাখি আষ্টেপৃষ্ঠে মিথ্যার নির্মোকে।
আমার ক্ষুদ্রতা, লোভ ধ্বংস করে দাও
প্রণয়-আগুন জ্বেলে; শান্ত হবো আমি
ভুবনের মাঝে তোমাকে হৃদয়ে পেলে।
অপার দয়ার জলে ডোবাও আমারে,
ক্ষত-বিক্ষত এ মন; তোমার চরণে
প্রণিপাত রাখি, করো করুণা বর্ষণ।
অন্তহীন অন্ধকারে বসতি তোমার,
পাই না খুঁজে; তাইতো, বাড়ে হাহাকার!


০৬/১২/২০২১
মিরপুর, ঢাকা।