মুখ ছুঁয়েছো, চোখ ছুঁয়েছো, বুক ছুঁয়েছো তুমি,
চুল ছুঁয়েছো, ফুল দিয়েছো; ভাবছো নিজের ভূমি।
রঙ্গভরা অঙ্গগুলো মানুষ জীবন নয়,
হাড়-মাংস-রক্ত ছাড়াও, আছে যে হৃদয়।
হৃদয় ছুঁতে হৃদয় লাগে, ভাবছো কি একবার?
কথার তুড়ি বাজিয়ে বলো- 'তুমি যে আমার'!
ভালোবাসায় হৃদয়খানি করতে হলে জয়,
অহংবোধের বিভেদ চেতন করতে হবে লয়।
দুইটি হৃদয় সর্বদা রয় একবৃন্তে ফুটে,
পরস্পরের কান্না-হাসি ধরে করপুটে।
এই হলোরে স্বর্গলোকের পার্থিব-সংসার,
লক্ষ তারার বাতি জ্বেলে ঘোচায় অন্ধকার।


০৬/১২/২০২১
মিরপুর, ঢাকা।