চোখের মাঝে দেখবে না আর নুনমাখানো জল,
হৃদয় কুয়ায় উছলে উঠছে সাগর অনর্গল।
উদাস আকাশ মেঘের বুকে স্বপ্ন এঁকে যায়,
চিতল নদী, বরফ-পাহাড় রঙিন তুলিকায়।
বনের আঁধার ভেঙ্গে দেখি শাশ্বতিয়ার রূপ,
দুঃখ সহচরীর সাথে সেই বনে দেই ডূব।
বায়ুর ঘুঙুর পাখা মেলে মরুর শীতল দেশে,
গান গেয়ে যাই একলা আমি মেষ পালকের বেশে।
দুঃখ যেন আমার স্বজন একসঙ্গেতে রই,
বাদলা দিনে শালুক তোলার কিশোর বেলার সই।
সুখের আশায় হাঁটবো না আর কণ্টকময় পথে,
সুখ যেন এক সোনার হরিণ ছুটছে সময় স্রোতে।
দিনের শেষে চেয়ে দেখি লাল লালিমার আলো,
পিছন-পানে চাওয়া মিছে, ও মন, সামনে চলো।


০৯/১২/২০২১
মিরপুর ঢাকা।